লালপুরে দু’পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত ৫

নাটোরের লালপুর উপজেলার নাগশোষা গ্রামে দুই বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষে রজব আলী (৩৫) নামে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী রজব আলী ও সুমন আলী’র পরিবারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নাগশোষা গ্রামে প্রতিবেশী রজব আলী সরদার ও সুমন আলীর বাড়ির বৃষ্টির পানি গড়ানো নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় সুমন আলী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে রজব আলী গুলিবিদ্ধ হন।

আরো পড়ুন :
ঝিনাইদহ পৌরসভায় টানা ৩৪ বছরের রেকর্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মধু

তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যরা হলেন, আজমত, জামারুল, তাজু ও তাজুর স্ত্রী রেখা বেগম। তাদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।

লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একরাউন্ড ব্যহৃত গুলির খোসা উদ্ধার করেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেননি।

সেপ্টেম্বর ১৩,২০২২ at ১৮:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /আর /শই