বনানী কবরস্থানে সমাহিত হলেন সৈয়দা সাজেদা চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর দাফন সম্পুন্ন। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফনের সময় পরিবারের সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানসহ আওয়ামী লীগ নেতারা, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
লালপুরে বিএনপির ৫৬জন নেতাকর্মীর আগাম জামিন

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরেণ্য রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিবরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শহীদ মিনার থেকে সোমবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে প্রয়াত সাজেদা চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরেকটি জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।

সেপ্টেম্বর ১২,২০২২ at ২০:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই