ঝিকরগাছায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান আ.লীগের দুই গ্রুপের মিলনমেলায় পরিণত

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠান যেন আওয়ামী লীগের মিলনমেলায় পরিণত হয়েছিল। সকল ভেদাভেদ ভুলে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের দায়িত্বশীল মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল এ অনুষ্ঠান।

সোমবার সকালে থানা প্রাঙ্গণে পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।

আরো পড়ুন :
তালতলীতে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূ ও পথচারীকে মারধর

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে ও নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আব্দুল লতিফ,

উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন। ফলে অনুষ্ঠানস্থল যেন আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাদের মিলনমেলায় পরিণত হয়।

সেপ্টেম্বর ১২,২০২২ at ১৬:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /আম /শই