কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ কৃষকসহ নিহত ৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ কৃষকসহ ৪জন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

আরো পড়ুন :
যশোরে নববধূর মরদেহ রেখে পালালেন স্বামী

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইঞ্জিনচালিত নসিমনযোগে কুমারখলীর উদ্দেশে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন ৩জন কৃষক। কুমারখালীর আলাউদ্দিন নগর নামক স্থানে নসিমন-ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নছিমন ও ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে। এতে নছিমনে থাকা তিনজন কৃষক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১২জন।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শশীধরপুর গ্রামের মৃত বারি দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল পরামানিকের ছেলে সানোয়ার (৪০), অপর জনের নাম জাহিদ।

সেপ্টেম্বর ১২,২০২২ at ১৩:০২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই