সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেলেন। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত জরুরি অবতরণ করে বিমানটি। তবে ইমরান কিংবা বিমানে থাকা কোনো যাত্রীরই কোনো ক্ষতি হয়নি।

জানা যায়, শনিবার গুজরানওয়ালায় যাওয়ার জন্য একটি বিশেষ বিমানে উঠেছিলেন ইমরান। কিন্তু বিমান যখন মাঝ আকাশে, তখন যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটিকে আবার ইসলামাবাদে ফিরিয়ে আনা হয়। সেখানে জরুরি অবতরণ করান পাইলট।

আরো পড়ুন :

ঝিনাইদহ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী মেয়র নির্বাচিত

কয়েকদিন আগেই ইমরানের কনভয়ের একটি গাড়িতে আগুন লেগে গিয়েছিল। তবে কারও কোনো ক্ষতি হয়নি। ইমরান খান দাবি করেছিলেন যে, তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এরপরই পাক সরকার ইমরানের নিরাপত্তা বাড়িয়ে দেয়।

এর আগে পিটিআই নেতা ফায়াজ চৌহান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে তথ্য আছে তার কাছে। সেই দাবির সত্যতা স্বীকার করে খাইবার পাখতুনখাওয়ার সন্ত্রাস দমন বিভাগ। তারা জানায়, সাবেক পাক অধিনায়কের জীবননাশের জন্য আফগানিস্তানের এক ভাড়াটে খুনির সাহায্য নেওয়া হচ্ছে এই খবর তারাও জানতে পেরেছেন।

সেপ্টেম্বর ১১,২০২২ at ২০:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সয় /শই