পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান চিংড়ি ব্যবসায়ীকে জরিমিনা

পাইকগাছার কপিলমুনির হাউলি মোড় বাজারে একটি বাগদা চিংড়ি মাছের ডিপোতে অভিযান চালিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ভ্র্যাম্যমান আদালত একতা ফিস মালিককে ১০ হাজার টাকা জরিনা আদায়সহ, পুশকৃত মাছ নষ্ট করে দিয়েছে।

আরো পড়ুন :
পাইকগাছায় তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে আহতের এক মাস পর মৃত্যু, আটক ১

কপিলমুনির হাউলী পুলের মাথায় অবস্থিত একতা ফিস মালিক আফজাল হোসেন চিংড়িতে অপদ্রব্য পুশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০ টার দিকে ভ্র্যাম্যমান আদালত একতা ফিসে অভিযান চালান এবং মাছে পুশ করারত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডিপোর মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি অপদ্রব্য পুশ করা ৫ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে ফেলে বিনষ্ট করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, শুধু জরিমানা নয় পরবর্তীতে একই অপরাধের সাথে কেউ জড়িত থাকলে জেল এবং জরিমানা দুটোই হবে।এবং ভ্র্যম্যমান আদালত চলমান থাকবে।

সেপ্টেম্বর ১১,২০২২ at ১৮:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ইদ /শই