আবারও পাপুয়া নিউগিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প : সুনামি সতর্কতা জারি

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ভূমিকম্পের ত্রিবতা রিখটার স্কেলের মাত্রা ছিল ৭ দশমিক ৬।

রবিবার (১১ সেপ্টেম্বর) এ ভূমিকম্প আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

আরো পড়ুন :
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৮০ কিলোমিটার (৪৯.৭ মাইল)। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছিল। কিন্তু পরে সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানানো হয়।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরতায় আঘাত হানে। এর উৎপত্তিস্থল কাইনান্টু শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে। এতে পাপুয়া নিউগিনির কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ও ভবনগুলোর ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে রাজধানী পোর্ট মোরেসবির ৩শ মাইল দূর পর্যন্ত ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়েছে।

এর আগে ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সে সময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

সেপ্টেম্বর ১১,২০২২ at ১১:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সয় /শই