পাকিস্তানকে ৬ গোলে হারালো বাংলাদেশ নারী ফুটবল দল

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে খেলার শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ। প্রতিপক্ষের সীমানায় ত্রাস ছড়ালেন সাবিনা খাতুন, মনিকা চাকমারা। সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানের বিপক্ষেও সহজ জয় পেয়েছে। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায়।

এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। তৃতীয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে ঢুকে সাবিনার ব্যাক পাস। বক্সের ঠিক বাইরে থেকে মনিকা চাকমা চলন্ত বলে দুর্দান্ত প্লেসিংয়ে পরাস্ত করেন পাকিস্তানের গোলকিপার শাহিদ বুখারীক।

আরো পড়ুন :
নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: তানভীর হুদা

দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে আরও ৩০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়। সংঘবদ্ধ আক্রমণ থেকে মারিয়া মাঝ মাঠ থেকে বল নিয়ে সাবিনাকে দেন। সাবিনা দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল ঠেলে দিলে সিরাত জাহান স্বপ্না প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন।

পাকিস্তানের আক্রমণে চাপ বাড়ার আগেই দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে অধিনায়ক সাবিনা খাতুনের পাসে ২৮ মিনিটে পাকিস্তানি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান সিরাত জাহান স্বপ্না।

তিন মিনিট পরেই ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। এবার গোলের খাতায় নাম লেখান অধিনায়ক সাবিনা। ৩১ মিনিটে মনিকা চাকমার শটে পাকিস্তানি খেলোয়াড়ের গায়ে লেগে বল পান সাবিনা। সুযোগের অপেক্ষাতেই ছিলেন বাংলাদেশ অধিনায়ক, ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন পোস্টে।

মনিকা চাকমার পাস ধরে বক্সের ভেতরে দাঁড়িয়ে আলতো শটে বল জালে জড়ান সাবিনা খাতুন। আখির খাতুনের লম্বা পাস ধরে ডান প্রান্ত দিয়ে সানজিদা আক্তার ক্রস নিলে পোস্টের ঠিক সামনে থেকে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা খাতুন। এরপর তৃতীয় গোল করে নারী সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক করেন সাবিনা।

এই ম্যাচ জয়ের ফলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। দিনের পরের ম্যাচে ভারত-মালদ্বীপ লড়াইয়ে ভারতের মেয়েরা জিতলেই সেমিতে উঠবে যাবে বাংলাদেশ দল।

সেপ্টেম্বর ১০,২০২২ at ১৯:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই