কাহালুতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা  সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বগুড়া কাহালুতে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা  সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ১০ আগষ্ট শনিবার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত হয়।
ছেলেদের ফুটবল, কাবাডি, দৌড়, সাতার,ও মেয়েদের ফুটবল, কাবাডি, দড়ি খেলাসহ বিভিন্ন রকমের খেলাধুলা আয়োজন করেন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আল- হাসিবুল হাসান সুরুজ এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারিরিক ও মানসিকতার বিকাশ ঘটাতে হবে। বর্তমান সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি, সহশিক্ষা কার্যক্রমের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব, আর এই খেলার মাধ্যমে দেশের পরিচয় বিশ্বের দরবারে পৌঁছে দেয়ার জন্য তৈরী হতে হবে আগামী নতুন প্রজন্মকে।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস-চেয়াম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোতাহার হোসেন, উপস্থিত ছিলেন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এফএম সালাম, সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, কাহালু তাইরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রাং, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান,
নারহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মন্ডল, আল্লামার তাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বড়- মহর  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কালাই কর্ণীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ ইব্রাহীম হোসেন,
পাঁচপীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মুক্তার,সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষেপর্বেপুরস্কার বিতরণ ফুটবল খেলায়  অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয় ১ গোলে বিজয়ী হয় এবং আল্লামার তাকিয়া উচ্চ বিদ্যালয় রার্নাস আপ হয়।

সেপ্টেম্বর ১০,২০২২ at ১৭:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /শব /শই