শিবগঞ্জে নলকল ঔষুধ কারখানা অভিযান মালিক আটক

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে নকল ঔষুধ কারাখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা বিপুল পরিমাণ নকল ঔষুধ সহ বিভিন্ন সঞ্জমাদি জব্দ, কারখানার মালিক গ্রেফতার ১। ভ্রাম্যমান আদালতে কারখানা মালিককে ১ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান।

জানা যায়, গতকাল শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালান করেন।

আরো পড়ুন :
শিবগঞ্জে ৫ সম্ভাব্য প্রার্থীরা জেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সহকারী পরিচালক ঔষুধ প্রশাসন শরিফুল ইসলাম মোল্লা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন সময়ে বিপুল পরিমাণ নলক ঔষুধ, নকল উৎপাদন লাইসেন্স নম্বরসহ ঔষধ উপাদনের লেবেন, কার্টুন ও বোতল কর্কসহ, বোতল সিল করার মেশিন, অবৈধ যৌন উত্তেজক ঔষুধ, ২০০ বোতল ঔষুধ এবং ১ বস্তা কাঁচামাল জব্দ করা হয়।

এসময় কারখানা মালিক মাইনুল ইসলাম কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাক্ষ্য প্রমাণের ভিক্তিতে কারখানা মালিককে ১ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য গত কয়েক মাস পূর্বে এই কারাখানায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানা মালিকের ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছিলেন।

সেপ্টেম্বর ০৯,২০২২ at ১৮:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /দেপ /শই