ক্ষেতলালে সেচ্ছাসেবী সংগঠনের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

“গাছ লাগাই – পরিবেশ বাঁচাই, আসুন জীবনে কমপক্ষে ৩ টি গাছ লাগাই এবং অপর ১ জনকে কমপক্ষে ৩ টি গাছ লাগাতে উৎসাহিত করি।” প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের ক্ষেতলালে সেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৮ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজে এ কর্মসূচি পালন করা হয়। কয়েক ধাপে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করবে সংগঠনটি।

বৃক্ষরোপনের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সাধারণ- সম্পাদক যুগান্তর প্রতিনিধি হাসান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, উজ্জল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এস.এম মিলন, শাহিনুর ইসলাম শাহিন।

সংগঠনের সেচ্ছাসেবী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক আদরী আক্তার, নির্বাহী সদস্য হাবিজার রহমান, নাফিজ হোসেন, মারুফ হোসেন, রকি, আরিফুর,নাহিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়াও অত্র কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ০৮,২০২২ at ১৬:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /শন /শই