পাইকগাছার চাঁদখালীতে অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধে অভিযান

পাইকগাছার চাঁদখালীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ ৫টি চুল্লি ধ্বংস করেছেন।

পরিবেশ সুরক্ষায় নিয়মিত কার্যক্রম হিসাবে পাইকগাছার চাঁদখালীর অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধ করতে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. আসিফুর রহমান।

আরো পড়ুন :
বিএনপির নির্ভরতা বিদেশি বন্ধু ও বন্দুকের উপর: তথ্যমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, জেলা সহকারী পরিচালক মো. আবু সাঈদ, জেলা পরিদর্শক মো. মারুফ বিল্লাহ। চুল্লরি আগুন নভোনোর জন্য র্পাশ্বর্বতী উপজলো আশাশুনি ফায়ার র্সাভসি, স্থানীয় থানা পুলশি ও আনসার সদস্যদরে সহযোগতিায় নওেয়া হয়।

কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ ৬৯টি চুল্লীর মধ্যে ৫টি ধ্বংস করা হয়। বাকী কয়লা চুল্লীগুলো ১ মাসের মধ্যে বন্ধ করার শর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু শাহাজাদা ইলিয়াস মুচলিকা দেওয়ায় কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে সময় প্রদান করেছেন। পাইকগাছার একের পর এক অবৈধ কয়লা তৈরীর চুল্লি গড়ে উঠায় উপকূলের পরিবেশের বিপর্যয় ঘটছে।

সেপ্টেম্বর ০৭,২০২২ at ২০:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ইদ /শই