বাজার তদারকের পর বাড়ানো হলো এলপিজির দাম

বিশ্ববাজারে এলপিজির দাম কমলেও দেশে ১২ কেজি সিলিন্ডারের বেড়েছে ১৬ টাকা। এখন থেকে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে লাগবে এক হাজার ২৩৫ টাকা।

বুধবার সন্ধ্যা ছয়টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগে আগস্টে ১২ কেজিতে এলপিজির দাম কমেছিল ৩৫ টাকা।

আরো পড়ুন :
এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ ব ম ফারুক।

বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের বিভিন্ন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কমিশন নিয়মিত বাজার তদারক করছে। ভোক্তারা সহনীয় দামে এলপিজি পাচ্ছেন বলেই কমিশন মনে করে। আমদানির ক্ষেত্রে ডলারের বিনিময় হার ১০৪ টাকা ধরে মূল্য সমন্বয় করা হয়েছে।

সেপ্টেম্বর ০৭,২০২২ at ১২:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সয় /শই