এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত

টানা দুই হারে এশিয়া কাপ থেকে একপ্রকার ছিটকে গেছে ভারত। তবে এখনো টিকে আছে রোহিতদের ফাইনাল খেলার স্বপ্ন। সে জন্য তাদের ভারতের ভাগ্য নির্ভর পাকিস্তানের হাতে।

আরো পড়ুন :
নামাজ শেষে বৃদ্ধ দেখেন, তার একলাখ টাকা চুরি

পয়েন্ট আর নেট রান রেটের মারপ্যাঁচে সবমিলে মূলত ভারত এখনো অপেক্ষায় আছে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে ফাইনাল খেলার। তবে টুর্নামেন্টে তাদের ফাইনাল খেলার ভাগ্য নির্ভর করছে পাকিস্তানের বাকি থাকা দুই ম্যাচের ওপর।

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাবর আজমরা এ ম্যাচ জিতলে সব দরজা বন্ধ হয়ে যাবে ভারতের। শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

তবে পাকিস্তান যদি ম্যাচটি হেরে যায়, তাহলে ভারত টিকে থাকবে টুর্নামেন্টে। রোহিতরা ফাইনাল খেলতে চাইলে অবশ্য পাকিস্তান শুধু আফগানিস্তানের বিপক্ষে হারলেই হবে না। বাবররা যেন শ্রীলঙ্কার বিপক্ষেও হারে।

সেপ্টেম্বর ০৭,২০২২ at ১২:২১:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সয় /শই