সাড়ে ১০ লাখ টন চাল-গম কেনা হবে: খাদ্যমন্ত্রী

সরকারিভাবে ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল, মিয়ানমার থেকে ২ লাখ টন চাল এবং ভারত থেকে ১ লাখ টন চাল কেনা হচ্ছে। এছাড়াও রাশিয়া থেকে ৫ লাখ টন গম কেনা হবে।

আরো পড়ুন :
জাবিতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কার ৪ ছাত্রলীগ কর্মী

গতকাল মঙ্গলবার সচিবালয়ে বোরো সংগ্রহ অভিযান ও চলমান খাদ্যবান্ধব এবং খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির কার্যক্রমসহ সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা বেসরকারিভাবে চাল আমদানির জন্য নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে ১৫ শতাংশ শুল্ক থাকায় চাল আমদানি বাড়বে। চাল আমদানির ক্ষেত্রে নতুন করে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা চাল আনতে পারবেন তারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সেপ্টেম্বর ০৭,২০২২ at ১১:১১:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /দেপ /শই