এশিয়া কাপের রোহিত-বিরাটদের প্রতিপক্ষ দাসুন শানাকার শ্রীলঙ্কা

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রোহিত-বিরাটদের প্রতিপক্ষ দাসুন শানাকার শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আজ হারলেই মহাবিপদে পড়েবে ভারত। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা।

আরো পড়ুন :
তালায় ১০০ কেজি জেলিসহ আটক ১

অন্যদিকে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। আজ ভারত হেরে গেলে তাদের হাতে থাকবে আর একটি মাত্র ম্যাচ, সেটি আফগানিস্তানের বিপক্ষে।

শুধু আফগানিস্তানের বিপক্ষে জিতে ফাইনালের জন্য কোয়ালিফাই করাটা প্রায় অসম্ভব। আজকের ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে তাদের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

উভয় দলের দিকে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কা মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১০ বার জিতেছে ভারত।

এবং শ্রীলঙ্কাও জিতেছে ১০ বার। পরিসংখ্যান ও বর্তমান ফর্মের দিক থেকে দেখলে, তাই আগামীকালের ম্যাচটায় কাঁটায় কাঁটায় টক্কর হবে, তা বলার অপেক্ষা রাখে না।

সেপ্টেম্বর ০৬,২০২২ at ১২:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /কন /শই