গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বসত বাড়িতে আগুন, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ভোলার তজুমদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বসত ঘরে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে বসত ঘরের প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে কবির মাঝীর বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে ঘরের আসবাসপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘরের মালিক হুমায়ুন কবির বলেন, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরে আগুন লেগে যায়, আগুন পুড়ে আমার ঘরের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হুমায়ুন কবিরের ছেলে মো. শাফায়াত জানান, ঘরে লাগা আগুনে মালপত্রের সাথে তার ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র পুড়ে গেছে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এবং ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর ০৫,২০২২ at ২০:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /কজ /শই