দূর্গাপূজায় ভারতে রপ্তানি হবে আড়াই হাজার মেট্রিক টন ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি হবে প্রায় আড়াই হাজার টন ইলিশ। ৪৯ প্রতিষ্ঠানকে এ ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এ ইলিশ বৈধ পথে যাবে দেশটিতে। এর আগেও ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে।

রবিবার (৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

আরো পড়ুন :
ভারতের সফরের ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এতে বলা হয়, আসছে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

সেপ্টেম্বর ০৫,২০২২ at ১১:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /আর /শই