ভারত সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের জন্য ভারতের সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এটির স্থানীয় সময় দুপুর ১২টায় নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করার কথা।

আরো পড়ুন :
এশিয়া কাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানের বড় জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরটি রাষ্ট্রীয়। আগামীকাল মঙ্গলবার সকালে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানিবণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্য সূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

সেপ্টেম্বর ০৫,২০২২ at ১১:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই