প্রীতি ফুটবল খেলায় কয়রা উপজেলা ফুটবল একাদশের জয়

পাইকগাছা ও কয়রা উপজেলার সাবেক কৃতি ফুটবলারদের নিয়ে গঠিত দুই উপজেলা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত খেলায় পাইকগাছা উপজেলা ফুটবল একাদশকে টাইবেকারে পরাজিত করে কয়রা উপজেলা ফুটবল একাদশ জয় লাভ করেছে।

শনিবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে পৌরসভা ও থানার সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এ খেলার আয়োজন করে।

খেলায় এক সময়কার জনপ্রিয় সাবেক ফুটবলার আজুবর রহমান, ইদ্রিস আলী, তুষার কান্তি মন্ডল, রঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, জিয়াউর রহমান জুয়েল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, এসএম বাহারুল ইসলাম ও প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজুসহ খ্যাতিমান সাবেক ফুটবলাররা অংশগ্রহণ করে।

সাবেক ফুটবলারদের মিলন মেলায় পরিণত হয় প্রীতি ফুটবল ম্যাচটি। নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পারায় টাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়।

টাইবেকারে পাইকগাছা উপজেলা ফুটবল একাদশকে ৪-১ ব্যবধানে পরাজিত করে কয়রা উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করে।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, সামাদ গাজী, শাহ নেওয়াজ শিকারী, জগদীশ চন্দ্র সানা, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, আব্দুুল গফফার মোড়ল, ইউপি সদস্য দিলরুবা মিজান, রফিকুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান।

খেলা পরিচালনা করেন দিলিপ কুমার সানা, জিএম ইকরামুল ইসলাম ও এ্যাডঃ মঞ্জুরুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, আশরাফুল ইসলাম টুটুল ও আশরাফ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, দেবাশীষ ফুটবল একাডেমী।

সেপ্টেম্বর ০৪,২০২২ at ১৭:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ইম /শই