রোহিঙ্গা সংকট নিরশনে ভারতের মুখ্য ভূমিকা চান শেখ হাসিনা

বাংলাদেশের জন্য রোহিঙ্গারা বড় বোঝা। তাদের প্রত্যাবাসনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দুই দেশের মধ্যে পানিবণ্টন সমস্যার সমাধান হওয়া উচিত বলেও জানান তিনি।

তিনি বলছেন, মানবিক কারণে আমরা এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি এবং সব সুযোগ-সুবিধা দিচ্ছি। এমনকি এই কোভিডের সময়, আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর সবাইকে টিকা দিয়েছি। কিন্তু তারা কতদিন এখানে থাকবে? তাই তারা ক্যাম্পে অবস্থান করছে। আমাদের পরিবেশ বিপজ্জনক।

আরো পড়ুন :
টি-টোয়েন্টি থেকে অবসর মুশফিকের

তার ওপর সেখানে কিছু লোক মাদক পাচার বা নারী পাচারের বা অস্ত্র সংঘাতের সঙ্গে জড়িত। দিনকে দিন তা বেড়েই চলেছে। তাই যত তাড়াতাড়ি তারা দেশে ফিরতে পারে, তা আমাদের দেশের জন্য এবং মিয়ানমারের জন্যও মঙ্গলজনক।

তাই আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমরা তাদের সঙ্গে এবং আসিয়ান বা ইউএনও-সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করছি।’

সেপ্টেম্বর ০৪,২০২২ at ১৩:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /দেপ /শই