চা শ্রমিকদের ঘর করে দেবেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন চা শ্রমিকরা। চা শ্রমিকদের সঙে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকরাও এদেশের নাগরিক উল্লেখ করে বলেন- চা শ্রমিকদেরকেও আবাসনের ব্যবস্থা করা হবে। এদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ভিডিও কনফারেন্সে মাধ্যমে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন :
শিবগঞ্জে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

শনিবার বিকাল চারটায় ভিডিও কনফারেন্স শুরু হবার কথা থাকলে কিছুটা দেরিতে শুরু হয়। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চা শিল্প আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ একটি খাত। চা বাগান দেখতে যেমন সুন্দর, তেমনি এই চা শিল্প আমাদের অর্থখাতের জন্যও গুরুত্বপূর্ণ। তাই এই চা শিল্প যেন ধ্বংস হয়ে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য আমি আমার সকল চা শ্রমিক ভাইদেরকেও অনুরোধ জানাবো এই চা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য।

সেপ্টেম্বর ০৩,২০২২ at ২০:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই