লালপুরে সারের মজুদ ও নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করতে মনিটরিং

নাটোরের লালপুরে সারের যথাযথ মজুদ ও সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রয় নিশ্চিতকল্পে সার বিক্রয় কেন্দ্র সমূহ পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।

আরো পড়ুন :
পরিবহনে চাঁদাবাজি, ৪ হিজরা গ্রেফতার

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ওয়ালিয়া বাজারে বিসিআইসি নিবন্ধিত সার বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে তিনি। এসময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘লালপুরে চাহিদা অনুযায়ী সারের মজুদ রয়েছে। সারের কোন ঘাটতি নেই।

সারের যথাযথ মজুদ, সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রয় নিশ্চিতকল্পে বাজার মনিটরিং করা হচ্ছে। এছাড়াও স্টক রেজিস্টার, বিক্রয় রশিদ সহ আগমনী রেজিস্টার পর্যালোচনা করা হচ্ছে। উপজেলা ব্যাপি এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।’

সেপ্টেম্বর ০৩,২০২২ at ১৬:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /আর /শই