নর্থ বেঙ্গল সুগার মিলে পাওনা টাকার দাবীতে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা তাদের পাওনা টাকার জন্য বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মিলের ২নং গেটে বিক্ষোভ সমাবেশ ও মিলের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন তারা।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা।

আরো পড়ুন :
নড়াইলে লালন সাধককে মারধর ও বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সিবিএ সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্মচারী নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রব, সালাউদ্দিন আমিন, শরিফুদ্দৌলা, হারুনর রশিদপ্রমুখ।

এসময় লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী ও মিলের সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম অবসরপ্রাপ্তদের দাবীর সাথে একাত্ত¡তা ঘোষণা করে বক্তব্য রাখেন।

জানাগেছে, নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত প্রায় ২০০জন শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা তাদের গ্রাচুইটি বাবদ প্রায় ১৩ কোটি ৫০ লক্ষ টাকা পাওনা রয়েছে।’

সেপ্টেম্বর ০৩,২০২২ at ১৬:১২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /আর /শই