সিটি করপোরেশন অনুমতি না নিয়ে অবৈধ ভাবে সড়ক কাটছেন জাকিয়া সুলতানা

সরেজমিনে গিয়ে দেখা গেছে ৫০ নং ওয়ার্ডের ফরিদ মার্কেট এলাকায় প্রায় ১০ মিটার রাস্তা কেটে পানির সুয়ারেজের একটি লাইন দিচ্ছে। সিটি করপোরেশন অনুমতি পএ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কাউন্সিলর। এই গুলোনিয়ে আমি কথা বলতে চাই না।

এটা আমার রাস্তা। এখানকার নির্বাহী প্রকৌশলী ফরহাদকে আমি বিষয়টা বলেছি। আপনার ঝামেলা করবেন না।তার সাথে থাকা একদল সন্ত্রাসী সংবাদিককে দেখে নেওয়ার হুমকি ও দেয়। অবস্থা খারাপ দেখলে সংবাদকর্মীরা তাদের তথ্যনিয়ে চলে আসেন।

আরো পড়ুন :
পণ্ডিত সুদর্শন দাশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মাধ্যমে দেশ ও জাতিকে সম্মানিত করেছেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

এই বিষয়ে অঞ্চল ৮ এর নির্বাহী প্রকৌশলী ফরহাদ বলেন,অনুমতি ছাড়া রাস্তা কাটা অপরাধ।অনুমতি নিয়ে রাস্তা না কাটলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে। কতটুকু কেটেছে তা এখনো পাইনি। সিটি করপোরেশন থেকে মাইনউদ্দীন নামে একজন পরিদর্শক গেছে, রিপোর্ট দিলেই জরিমানার আওতায় আনা হবে।

সিটি করর্পোরেশন থেকে অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন,আমি কাউন্সিলর। এই গুলো নিয়ে কথা বলতে চাই না। এটা এখানেই শেষ।

সেপ্টেম্বর ০২,২০২২ at ১৬:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /দেপ /শই