পাঁচবিবির বীর মুক্তিযোদ্ধ আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জয়পুরহাটের পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়েছে। আজ (২সেপ্টেম্বর) শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার ধরঞ্জী মাদ্রাসা মাঠে পাঁচবিবি উপজেলা প্রশাসন মৃত দেহের উপর জাতীয় পতাকায় ঢেকে দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।

পরে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

আরো পড়ুন :
যবিপ্রবির ইকো নেটওয়ার্ক টীমের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি) পলাশ চন্দ্র দেব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মিছির উদ্দিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৩মেয়ে, ছেলে ও স্ত্রীসহ গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্প্রতিবার রাত ৯টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সেপ্টেম্বর ০২,২০২২ at ১৬:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /মদ /শই