সাধারন সম্পাদক পদে এমদাদুল ইসলাম ইন্তার দোয়েল পাখি জনপ্রিয়তা তুঙ্গে

জমে উঠেছে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন। শেষ মুহুত্বে এসে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। তারা ঘুরছেন ব্যাবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে। এ নির্বাচনে ২৭ টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ সাধারন সম্পাদক পদে এমদাদুল ইসলাম ইন্তার দোয়েল পাখি বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে।

এ পদটিতে বিজয়ের আশা করছেন তার ভোটার কর্মী সমর্থকেরা। আগামী ৩ সেপ্টেম্বর শনিবার এ ভোটগ্রহন অনুষ্টিত হইবে। প্রায় ৩ হাজার ব্যাবসায়ী ভোটার নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো পড়ুন :
গলাচিপা পৌরসভার অর্থ্যায়নে ফিটনেস জিম উদ্বোধন

এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে কালীগঞ্জ ব্যবসায়ী সমাজের অত্যান্ত প্রিয় এক মুখ এমদাদুল ইসলাম ইন্তা। এ নির্বাচনে তিনি সাধারন সম্পাদক পদে দোয়েল পাখি মার্কা নিয়ে ভোটে লড়ছেন। কালীগঞ্জ মধুগঞ্জ বাজারের প্রথম বিশিষ্ট মুদিদোকান ব্যাবসায়ী মরহুম আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছোট পুত্র ইন্তা ভিশন শো-রুম আয়মান এন্টার প্রাইজের স্বর্তাধিকারী।

দীর্ঘ বছরের অধিক সময় ধরে সে সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করে আসছেন। ব্যাবসার পাশাপাশি সে তার ব্যাবসায়ী বন্ধুদের নিয়ে বাজার ব্যাবসায়ী সংগঠনটি মজবুত করতে নিরলসভাবে দীর্ঘ কয়েক বছর ধরে পরিশ্রম করেছেন।

বাজারের সাধারন ব্যবসায়ী ভোটাররা জানান, ঝিনাইদহ জেলার একমাত্র ব্যাবসায়িক প্রানকেন্দ্র কালীগঞ্জ বাজার। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে নির্বাচন না হওয়ায় বাজার ব্যাবসায়ী সমিতির কার্ষ্যক্রম একেবারেই ঝিমিয়ে পড়েছিল। এ সময় সাধারন সম্পাদক পদের প্রার্থী ইন্তা সহ বাজারের যুবক শ্রেনীর ব্যাবসায়ীদের সাংগাঠনিক কর্মকান্ডে সংগঠনটি প্রান ফিরে পেয়েছে।

তাইতো এবারের নির্বাচনটি ঘিরে বাজারে সর্ব্বখানেই উৎসব আমেজ ফুটে উঠেছে। শেষ অবধি দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৩ সেপ্টেম্বরের নির্বাচনে যোগ্য প্রার্থীদের মধ্যে দোয়েল পাখী প্রতিকের জনপ্রিয়তা এখনো তুঙ্গে রয়েছে। পৌর ব্যবসায়ীরা স্বপ্ন দেখেন এবারের ভোটে সৎ, কর্মঠ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই নেতৃত্বে আসবেন।

সাধারন ব্যাবসায়ীদের ভার্ষ্য, সংগঠনটির সাংগাঠনিক কর্মকান্ডে একজন দক্ষ, পরিশ্রমি ও আপোষহীন ব্যাক্তি প্রয়োজন। সে হিসাবে অত্যান্ত পরিচিত মুখ দোয়েল পাখি প্রতিকের ইন্তা একজন যোগ্য প্রার্থী। তাকে ভোট দিতে কোনো বাধা নেই।

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ২৭ টি পদের বিপরীতে ৫৩ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতির্ণ হয়েছেন। ইতিমধ্যে বিনা প্রতিদ্ব›দ্বীতায় বিভিন্ন পদে ৯ জন প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এনামুল হক জানান, ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহনের জন্য কেন্দ্র করা হয়েছে। গত ১৮ আগস্ট থেকে আচরণ বিধি মেনে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় চালিয়ে যাচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন।

সেপ্টেম্বর ০১,২০২২ at ২০:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /দেপ /শই