তালায় আগুনে পুড়ে স্বামী পরিত্যক্তা নারীর ঘর ভষ্মীভূত

সাতক্ষীরার তালায় চুলা থেকে সৃষ্ট আগুনে হতদরিদ্র স্বামী পরিত্যক্তার তানজিলার একমাত্র বসত ঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে। এসময় বিভিন্ন আসবাব ও জিনিসপত্রের সাথে সারাজীবনের উপার্জনের সঞ্চিত ৭০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে যায়। তানজিলা কানাইদিয়া গ্রামের মৃত নূর আলী শেখ’র মেয়ে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের।

আরো পড়ুন :
কাহালুতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেশীরা জানান,স্বামী পরিত্যক্তা তানজিলা খাতুন বন্যা দুর্গতদের সাহায্যার্থে পাওয়া টিনসেডের দো-চালা ঘরে একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করতেন।

রাতে রান্নার সময় চুলা থেকে সৃষ্ট আগুন পাশে থাকা কাঠের স্তুপে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করতে না পারায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবরে প্রতিবেশীরা এগিয়ে এসে প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও তার আগেই সব কিছু পুড়ে ভস্মীভূত হয়।

সর্বশেষ আগুনে একমাত্র আশ্রয়ের পাশাপাশি সঞ্চিত টাকাগুলো পুড়ে যাওয়ায় তার এখন পাগলপ্রায় অবস্থা।স্থানীয়রা অসহায় এ নারীর সাহাযার্থে এগিয়ে আসার জন্য সম্ভাব্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

সেপ্টেম্বর ০১,২০২২ at ১৯:১০:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /রজ /শই