স্থানীয় বাজারে ধানের দর বেশি চাল সংগ্রহের লক্ষমাত্রা কাছা-কাছি পৌছলেও ধানে চরম ব্যহত!

নওগাঁর আত্রাইয়ে ইরি/বোরো মৌসুমের সরকারীভাবে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহে চালের লক্ষমাত্রা প্রায় অর্জিত হলেও ধান সংগ্রহে চরমভাবে ব্যহত হয়েছে। স্থানীয় বাজারে সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দাম পাওয়ায় কৃষকরা খাদ্যগুদামে ধান দেননি। ফলে ধান সংগ্রহের লক্ষমাত্রা চরমভাবে ব্যহত হয়েছে।

আত্রাই উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রিয়াজুল হক বলেন, বোরো মৌসুমে সরকারীভাবে এই উপজেলায় ৪০টাকা কেজি দরে ৭০৩ টন চাল ক্রয়ের লক্ষমাত্রা নিধার্রন করা হয়। এছাড়া ২৭ টাকা কেজি দরে দুই হাজার ৫৫২টন ধান ক্রয়ের লক্ষমাত্রা নিয়ে গত মে মাসে সংগ্রহ অভিযান শুরু করা হয়।

আরো পড়ুন :
মতলব উত্তরে আমনের উৎপাদন খরচ নিয়ে হিমশিম কৃষক

সরকারীভাবে চাল সরবরাহে ৩০ জন মিলারের মধ্যে ২৮ জন মিলার চুক্তিবদ্দ হয়েছিলেন। ইতি মধ্যে তারা চুক্তি অনুযায়ী প্রায় ৬৭৮ টন চাল সরবরাহ করলেও (৩১আগষ্ট) নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ২৫ টন চাল সরবরাহ করেননি মিলাররা। এছাড়া দুই হাজার ৫৫২টন ধানের মধ্যে এ পর্যন্ত মাত্র ২৫৫ টন সংগ্রহ হয়েছে।

তিনি আরো বলেন, গত মে মাসে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং ৩১আগষ্ট পর্যন্ত নির্ধারিত সময় ছিল। এর মধ্যে লক্ষমাত্রা অনুযায়ী ২৫ টন চাল কম সংগ্রহ হয়েছে। এছাড়া সরকার নির্ধারিত দামের চাইতে খোলা বাজারে ধানের দাম বেশি পাওয়ায় কৃষকরা খাদ্য গুদামে ধান বিক্রি করেননি। ফলে ধান সংগ্রহের লক্ষমাত্রা চরমভাবে ব্যহত হয়েছে।

আত্রাই উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, ধান-চাল সংগ্রহের নির্ধারিত সময় শেষ হয়েছে ৩১ আগষ্ট। আমাদের নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে মাত্র ২৫ টন চাল কম সংগ্রহ হয়েছে। এছাড়া স্থানীয় বাজারে দাম বেশি পাওয়ায় কৃষকরা খাদ্য গুদামে ধান দেননি।

সেপ্টেম্বর ০১,২০২২ at ১৬:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /রম /শই