সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মাঠে নামছে: বাংলাদেশ

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের জন্যই ম্যাচটি ‘বাঁচা-মরার’ লড়াই। কেননা নিজেদের গ্রুপ পর্বের এটিই শেষ ম্যাচ। এদিকে মাঠে নামার আগেই কথার লড়াইয়ের শুরুটা করেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

শানাকা সংবাদ সম্মেলনে বলেছিলেন, মুস্তাফিজ এবং সাকিব বিশ্বমানের বোলার। এই দুইজন ছাড়া বাংলাদেশ দলে নাকি বিশ্বমানের কোনো বোলার নেই। সঙ্গে যোগ করেছিলেন, আফগানিস্তানের থেকেও বাংলাদেশ তার কাছে প্রতিপক্ষ হিসেবে সহজ।

আরো পড়ুন :
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: নিহত ১ আহত শতাধিক

বুধবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন শানাকাকে পাল্টা আক্রমণ করে বলেছেন সাকিব-মুস্তাফিজের মত বোলারও শ্রীলঙ্কার নেই।

তিনি বলেন, ‘আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব-মুস্তাফিজের মানেরও কোনো বোলার নাই।’

সেপ্টেম্বর ০১,২০২২ at ১৩:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /দেপ /শই