নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: নিহত ১ আহত শতাধিক

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে একজন নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। আহত হয়েছেন শতাধিক মানুষ।

আরো পড়ুন :
শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সংঘর্ষে নিহত ব্যক্তির নাম- শাওন (২০। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে তার মরদেহ সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এরপর বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।  সংঘর্ষ এখনও চলমান আছে।

সেপ্টেম্বর ০১,২০২২ at ১৩:০০:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ঢক /শই