ঝিনাইদহে ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণ ঘটনায় আসামী আটক

ঝিনাইদহের শৈলকুপায় গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোপন ভিডিও করা ঘটনায় সাগর (২০) নামে এক আসামি আটক করেছে শৈলকুপা থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার শেখপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামীর একই গ্রামের মো.সাজ্জাদ শেখের পুত্র।
এছাড়াও জিডি তথ্যের উপর ভিত্তি করে সাজ্জাদ ইসলাম রকি (২২) ও আরশি খান (২১) নামে আরো দুজনকে প্রত্যক্ষদর্শী  হিসেবে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এতে নিন্দা, প্রতিবাদ ও আসামীর কঠোর শাস্তির দাবি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
বুধবার (৩১ আগস্ট) বিষয়টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসিক ব্যবস্থা নিশ্চিত ও আসামীর কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
ভিন্ন ভিন্ন সময়ে তিন ছাত্রসংগঠন উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের ইসলামী ব্যাংক শাখার পেছনে গোপনে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর গোসলের ভিডিও ঘটনা ঘটার প্রতিবাদে এ মানববন্ধন বলে জানান নেতাকর্মীরা।
সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইবি শাখা কতৃক এ মানববন্ধনের সূচনা হয়। পরবর্তীতে বেলা বারোটার দেশের সর্ববৃহৎ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আরেকটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরিশেষে বেলা এক ঘটিকায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে প্রায় সকল ছাত্র সংগঠনের একই দাবি আসামীর কঠোর শাস্তি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও শিক্ষার্থীদের আবাসিক সমস্যা শতভাগ সমাধান করা।
এ সময় ছাত্র মৈত্রীর ইবি শাখার সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা শিক্ষার্থীদের সাথে এমন ঘটনা ঘটতে দেখেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এসব বিষয়ে তেমন কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। আমাদের বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকতার আওতায় আনার এবং ক্যাম্পাসের ভিতরে-বাহিরে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিকরণের দাবি জানাচ্ছি।
এ সময় ছাত্রলীগের ইবি শাখার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘আজকে যদি আমাদের ক্যাম্পাসে শতভাগ আবসিকতা নিশ্চিত থাকতো তাহলে আমার বোনের সাথে এরুপ অপ্রীতিকর ঘটনা ঘটতো না। আমাদের ক্যাম্পাসকে শতভাগ আবাসিকতার আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি করছি।’
এ বিষয়ে ছাত্র  ইউনিয়নের সভাপতি জিকে সাদিক ও সাধারণ সম্পাদক আজিজুর হক পিয়াসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পরবর্তীতে মানববন্ধন সঞ্চালনা করেন মোখলেসুর রহমান সুইট। এসময় বক্তারা বলেন, অচিরে ক্যাম্পাস ও পাশ্ববর্তী লোকালয়ের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে হবে। সেই সাথে আবাসিক ব্যবস্থা শতভাগ সমাধানসহ অনান্য দাবি জানান তারা।

আগস্ট ৩১,২০২২ at ১৭:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /দেপ /শই