ভোলার লালমোহনে দুর্ধর্ষ চোর বাবুল আটক

ভোলার লালমোহনে দুর্ধর্ষ পেশাদার চোর মো. বাবুল সওদাগর (৪৫) কে আটক করেছেন পুলিশ। তার নেশা ও পেশা কেবল চুরি-ডাকাতি করা। এসব চুরি ও ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে লালমোহন, রামগতি, সুবর্ণচর ও চর জব্বারসহ ৬ টি থানায় মোট ৮ টি মামলা রয়েছে। এরমধ্যে ৪ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন :
প্রতারণা করে দশ বছরে পাচঁ বিয়ে, পঞ্চম স্ত্রীর বাড়ি ভোলা থেকে আটক

আটকৃত বাবুল সওদাগর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মো. ছিদ্দিকের ছেলে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বাবুল লালমোহনে অবস্থান করছে শুনে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।

তিনি বলেন, ডাকাতি করাই ছিল বাবুলের নেশা ও পেশা। সে নোয়াখালী ও ভোলার দক্ষিণ আইচা এলাকায় দুইটি বিয়ে করেছে। দুই সংসারে বাবুলের মোট ৮ জন সন্তান রয়েছে। বুধবার দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আগস্ট ৩১,২০২২ at ১৭:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /কজ /শই