ফ্রান্সে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাজপ্রম

রাশিয়া ও ফ্রান্সের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব একটা ভালো না যার কারনে উভয়েই মধ্যে চুক্তি নিয়ে মতবিরোধের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্সে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল রাশিয়া। এবার ফ্রান্সের জ্বালানি ক্রয় ও বিতরণবিষয়ক সরকারি সংস্থা এঞ্জি-কে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

মঙ্গলবার (৩০ আগস্ট) এঞ্জি’র পক্ষ থেকে বলা হয়, গ্যাজপ্রম তাদের জানিয়েছে যে, রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধসহ চুক্তির কিছু শর্ত নিয়ে মতবিরোধের কারণে গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে, যা মঙ্গলবার (৩০ আগস্ট) থেকেই কার্যকর হবে।

আরো পড়ুন :
বারপাখিয়া দাখিল মাদ্রাসায় জেলা শিক্ষা অফিসারের ঝটিকা পরিদর্শন: তদন্ত কমিটি গঠনের আশ্বাস

ফিন্যান্সিয়াল টাইমস বলছে, ফ্রান্স দীর্ঘদিন ধরে জার্মানির মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় রাশিয়ার গ্যাসের ওপর কম নির্ভরশীল। কিন্তু তারপরও অন্য সরবরাহকারীদের কাছ থেকে আমদানি বাড়িয়ে রাশিয়ার বিকল্প খুঁজতে শুরু করেছে দেশটি।

মঙ্গলবার ফরাসি জ্বালানিমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ের-রুনাচের বলেন, খুব স্পষ্টভাবে রাশিয়া গ্যাসকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আরও খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত হতে হবে।

আগস্ট ৩১,২০২২ at ১১:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সয় /শই