অভয়নগরে চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

যশোরের অভয়নগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার নওয়াপাড়া ও ফুলতলা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান, মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়।

আরো পড়ুন :
অভয়নগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে কবির এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, বিক্রয় নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে নূরবাগ স্বাধীনতা চত্বরে মেসার্স এম জি ফার্মেসীকে দুই হাজার টাকা ও একই এলাকার তনয় নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে ফুলতলা উপজেলার ফুলতলা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে মেসার্স সানজিদা এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। দুই উপজেলার চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিং ব্যবস্থা ঠিক রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আগস্ট ৩০,২০২২ at ১৮:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /জর /শই