অভয়নগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

অভয়নগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন’ এই শ্লোগানে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

আরো পড়ুন :
সাভারে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

স্বাগত বক্তব্য রাখেন, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. রাসেল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান,

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, হাফিজুর রহমান বিশ্বাস, সানা আব্দুল মান্নান, মফিজ উদ্দিন, জহুরুল ইসলাম, আবুল কাশেম, বিকাশ রায় কপিল, প্রাক্তন শিক্ষক সুনীল দাস, শিক্ষক এস এম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন আহমেদ, সাংবাদিক তাওহীদ হাসান ওসামা প্রমুখ।

আগস্ট ৩০,২০২২ at ১৮:২২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /জর /শই