ঘোড়াঘাটে ভর্ণাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে খেলনা সামগ্রীর উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভর্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষর্াীদের খেলনা সামগ্রীর উদ্বোধন করা হয়েছে। ইডিপি -৪ এর আওতায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে (স্লিপার, দোলনা, চরকি, ঢেঁকিসহ বিভিন্ন প্রকারের খেলনা সামগ্রী প্রদান করা হয়।

২৯ আগস্ট সোমবার দুপুরে এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের সহ সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক লিটন কুমার সরকারের সঞ্চালনে প্রধান শিক্ষকের কর্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :
৬০ দিন প্রশিক্ষণ নিয়ে মিলল ৫৪ দিনের ভাতা আন্দলনে প্রশিক্ষণার্থী নারীরা

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর জয়দেব কুমার বিশ্বাস, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হাই মন্ডল, দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু।

এ সময় উপস্থিত ছিলেন, বলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, উত্তর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, ভর্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, সৈয়দা আহসান আরা লিমন, কুলছুমা বেগম, লিটন কুমার সরকার প্রমুখ।

আগস্ট ৩০,২০২২ at ১৭:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /মদ /শই