দিনাজপুরে জাল বিড়ি ও যৌন উত্তেজনা সিরাপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়

দিনাজপুর সদর উপজেলাধীন সাহেবগঞ্জ হাট লিখন স্টোর অভিযান চালিয়ে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করে প্রচুর পরিমাণ জাল রেভিনিউ স্টিকার লাগানো ভেজাল বিড়ি যার নাম ভোলা বিড়ি হারুন বিড়ি উদ্ধার করা হয় অনুমোদন বিহীন।

আরো পড়ুন :
কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভায় পরিকল্পনা প্রনয়ণ

যৌন উত্তেজনা সিরাপ সিকর শরবত জিনসিন ইউনানী ঔষধ , প্রস্তুতকারক এস এম ল্যাবরেটরীজ ইউনানী, সলিমপুর ঈশ্বরদী পাবনা পাশাপাশি এছাড়া কীটনাশক ওষুধ পাওয়া যায়। জাল বিড়ি ও যৌন উত্তেজনা সিরাপ যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা জাল বিড়ি ও যৌন উত্তেজনা সিরাপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সবশেষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর সহকারী পরিচালক মমতাজ বেগম ও মো. রফিকুজ্জামান অতিরিক্ত কৃষি কর্মকর্তা সদর উপজেলা দিনাজপুর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর এর কার্যালয় অফিস সহকারী মো. এরশাদ আলী।

আগস্ট ৩০,২০২২ at ১৬:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /আম /শই