সুপার ফোর নিশ্চত করতে মাঠে নামবে লাল-সবুজের দল

এশিয়া কাপের সুপার ফোর নিশ্চত করতে মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান।

যারা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আট উইকেটের জয় পেয়েছে। তবে প্রথম ম্যাচে বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তাই এশিয়া কাপের প্রথম ম্যাচটিও জয় দিয়েই রাঙাতে চায় সাকিব-মোস্তাফিজরা। তবে ফাইনালে লড়ার আগে প্রথম ম্যাচে আফগানদের বধ করাই হবে টাইগারদের মুখ্য উদ্দেশ্য। কোনো কারণে এই ম্যাচে হোঁচট খেলে দ্বিতীয় ম্যাচটি দুই দলের জন্যই হবে ডু অর ডাই ম্যাচ।

আরো পড়ুন :
পাকিস্তানের ৩৩ভাগ পানির নিচে, মৃত্যু প্রায় ১১শ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে যারা জিতবে তারাই নিশ্চিত করবে সুপার ফোর। গ্রুপ পর্বে দুই গ্রুপ থেকে একটি করে দল বিদায় নিবে। এ গ্রুপের তিনটি দল হলো বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়ের সুবাদের সুপার ফোরে একধাপ এগিয়ে আছে তারা।

তিন দল সমান দুই পয়েন্ট করে অর্জন করলেও সুপার ফোরের যোগ্যতা অর্জনের সম্ভাবনার পথ খোলা আছে রশিদ-নবিদের সামনে। সুপার ফোরের জন্য মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।

আগস্ট ৩০,২০২২ at ১২:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই