“বর্তমান অবৈধ সরকার দেশের জনগণের ওপর নির্ভর করেনা ভারতের সরকারের উপরনির্ভরশীল”: মেয়র রেজাউল করিম বাদশা

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো. রেজাউল করিম বাদশা বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের জনগণের ওপর নির্ভর করেনা ভারতের সরকারের উপরনির্ভরশীল আর এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি নেতা কর্মী ঘরে ফিরবে না।

তিনি আরও বলেন খালেদা জিয়া অসুস্থ্য যেনেও সরকার তাকে জোর পূর্বক আটকে রেখে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছেন না। আগামী দিনে কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচী দিবে সেই কর্মসূচী সফল করতে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার উদ্বাত্ত¡ আহবান জানান।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেলে বগুড়ার কাহালু পৌর বিএনপির আয়োজনে পৌর মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলে বলেন তিনি।

আরো পড়ুন :
দেশকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর জন্য শেখ হাসিনাকে দরকার: সাবেক এমপি অ্যাড. মনির

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু পৌরা বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ। কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল,

কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপির সদস্য এম আর ইসলাম স্বাধীন, তাহা উদ্দিন নাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান। সমাবেশে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, কাহালু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া,

সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, কাহালু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর বিএনপির সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন বাদল, সাবেক যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, জামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও জামগ্রাম ইউ পির সাবেক চেয়ারম্যান আলমগীর আলম কামাল, বিএনপিনেতা রফিকুল ইসলাম ফজলু,

শাহজাহান আলী, মাহবুবুর রহমান, আব্দুর রশিদ, মুনসুর রহমান, আলহাজ্ব এস এম শহিদুল আলম সুলতান, আবু তালেব সাকি, দেলোয়ার হোসেন, জিল্লুর রহমান, মহিলাদলের নেত্রী মমতা আরজু কবিতা, রশিদা আকতার বাবলী, কাহালু পৌর যুবদলের আহবায়ক পারভেজ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, মোহাম্মাদ আলী সুমন, আব্দুল করিম, মিলন সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম, আকতার আজম, জালাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহম্মেদ,

উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোস্তাকিম রহমান,

সিনিয়র যুগ্ম আহবায়ক আব জ্বর আল গেফারী, যুগ্ম নাজমুস শাহাদত নয়ন, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মেদ ফাহিম, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, পৌর কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সামছুল হক, পৌর শ্রমিকদলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আগস্ট ২৯,২০২২ at ২১:২০:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /শব /শই