পবিত্র আখেরি চাহার শোম্বা ২১ সেপ্টেম্বর

দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় আগামী ২১ সেপ্টেম্বর আখেরি চাহার শোম্বা বা মহানবী (সা.)-এর রোগমুক্তি দিবস পালিত হবে।

প্রতিবছর হিজরি সনের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হয়।

দেশের আকাশে রবিবার (২৮ আগস্ট) চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার (২৯ আগস্ট) থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। সেই হিসেবে ২১ সেপ্টেম্বর (বুধবার) আখেরি চাহার শোম্বা উদযাপিত হবে।

আরো পড়ুন :
ভারতের মিজোরাম রাজ্যে মিয়ানমার শরণার্থীর ঢল
পান্ডিয়ার ব্যাটের জাদুতে লন্ডভন্ড পাকিস্তান

ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী করিম (সা.) ইন্তেকালের আগে এই দিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন।

গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিম হাসান।

আগস্ট ২৯,২০২২ at ১২:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /কল /শই