নড়াইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নড়াইলে নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ রবিবার বেলা ১২ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন, পুলিশ কর্মকর্তা হিসাবে মানুষের জন্য সেবা করার অন্যতম স্থান হলো থানা।

জেলার চারটি থানা হবে নির্যাতিত মানুষের আস্থার জায়গা, থানা থেকে সেবা না পেয়ে কেউ যেন ফিরে না যায় সেদিকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন, থানা হবে দালাল মুক্ত। কোন কাজের জন্য অপনাদের কোন দালালের কাছে যাওয়ার দরকার নেই।

আরো পড়ুন :
বাংলাদেশ সীমান্তে পড়ল মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেল
প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিষ্ঠালগ্ন থেকে যুবলীগ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে: সরকার রাসেল

সমস্যা হলে সরাসরি থানায় চলে আসুন পুলিশ সেবা না দিলে আমাকে জানান। যে কোন বিষয়ে সুনিদিষ্ট তথ্য থাকলে আমাকে দিন আমি ব্যবস্থা নিবো। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়াসহ অনেকে।

এসময় আরও বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, এম মুনির চৌধূরী, সাইফুল ইসলাম তুহিনসহ অনেক সাংবাদিক । মতবিনিময় সভায় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

আগস্ট ২৮,২০২২ at ২০:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /শভ /শই