বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, জরুরি সহায়তা আহ্বান

টানা দুই মাস ধরে ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। বন্যা এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজারের ঘর।বন্যায় বিপর্যস্ত পাকিস্তান পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আবেদন জানিয়েছে। খাদ্যসহ নানা সংকটে পড়েছে এশিয়ার এই দেশ।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এ-সংকটে এগিয়ে এলেও দেশটির আরও সহযোগিতা প্রয়োজন।

আরো পড়ুন :
আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ: লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা

ভয়াবহ বন্যা শুরুর পর গত জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ডুবে গেছে বহু এলাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বিবিসিকে বলেন, সরকার সামর্থ্য অনুযায়ী মানুষকে সহায়তা করছে।

সিন্ধ প্রদেশজুড়ে যেদিকেই যাওয়া হচ্ছে সেখানেই দেখা মিলছে বাস্তুচ্যুত লোকদের। বন্যার কারণে এই প্রদেশটি ঠিক কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে সেখানকার লোকেরা এটিকে তাদের জীবনের সবচেয়ে খারাপ বিপর্যয় হিসাবে বর্ণনা করছেন।

আগস্ট ২৮,২০২২ at ১২:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ঢক /শই