অবশেষে ‘চা’ শ্রমিকেরা টানা ১৮ দিন আন্দোলন পর কাজে যোগ দিলেন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করায় উচ্ছ্বসিত চা শ্রমিকরা। তাই টানা ১৮ দিন চলা আন্দোলনের পর আজ রোববার কাজে যোগ দিয়েছেন তারা।

শনিবার (২৭ আগস্ট) গণভবনে দেশের বৃহৎ ১৩টি চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি দৈনিক ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন :
নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
সুবিধাবঞ্চিত মানুষের দূত দশমিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল

দৈনিক ১৭০ টাকা সর্বনিম্ন মজুরির সঙ্গে বোনাস, বার্ষিক ছুটি ভাতা আনুপাতিক হারে বাড়বে। বেতনসহ উৎসব ছুটি আনুপাতিক হারে বাড়বে। অসুস্থতাজনিত ছুটির টাকা ও ভবিষ্যত তহবিলে নিয়োগকর্তার চাঁদা আনুপাতিক হারে বাড়বে। বার্ষিক উৎসব ভাতাও আনুপাতিক হারে বাড়বে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘চা শ্রমিকরা চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে। তিনি মজুরি ঘোষণা করেছেন শ্রমিকরা মেনে নিয়েছে। প্রধানমন্ত্রী মানসম্মত মজুরি নির্ধারণ করে দিয়েছেন এ জন্য তাঁর প্রতি আমরা চির কৃতজ্ঞ।’

আগস্ট ২৮,২০২২ at ১১:১১:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই