যশোরের নওয়াপাড়া ইউনিয়নে পাঁচশতাধিক মানুষকে গণভোজ দিলেন মিন্টূ

যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বিকালে আড়পাড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে এ আয়োজনে পাঁচশতাধিক মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে গণভোজ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনির সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান মৃদুল, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নূর ইসলাম আলো, ইছালী ইউনিয়ন যুবলীগের সদস্য ইনছার আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, ছাত্র বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, শিক্ষক সালাউদ্দিন, যুবলীগ নেতা আকবার হোসেন সোহাগ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরিফ হোসেন শাকিল, রাকিব হোসেন হৃদয় ও পিয়াস হোসেন।

আরো পড়ুন:
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধ মাদ্রাসার সহকারী সুপারকে মারপিট
শিবগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া খায়ের অনুষ্ঠিত

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি মেহেদী হাসান মিন্টু পাঁচশতাধিক মানুষের মাঝে গণভোজ বিতরণ করেন।

আগষ্ট ২৭,২০২২ at ২০:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম