হাজারো জনতার উপস্থিতিতে নরেন্দ্রপুরে এমপি নাবিলের শোকসভা শক্তিতে রুপান্তরিত

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজে হাজারো জনতা অংশ নেন। বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধু সম্পর্কিত দেশত্মবোধক গান শোনে সবাই শোককে শক্তিতে রুপান্তরিত করেন। শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রুপদিয়া বাজারে এ আয়োজন করেন। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগস্ট মাসের শোককে শক্তিতে পরিণত করে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। পাকিস্তানী প্রেমী জামায়াত-বিএনপিকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে। বিশ্ববাসীকে দেখিতে দিতে হবে বাংলার মানুষ মনে-প্রাণে শেখ হাসিনাকে ভালবাসেন।

বঙ্গবন্ধুর মত তার মেয়েকেও বিশ্বাস করেন। শেখ হাসিনার কাছে সবাই নিরাপত্তা বোধ করেন। শেখ হাসিনাই একমাত্র আস্থার ঠিকানা। তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। নতুন করে আর বাংলা নব্য পাকিস্তান হবে না। কেউ বাংলাকে আফগান বানানোর পাঁয়তারা করতে পারবে না।

আরো পড়ুন:
দীর্ঘদিন কমিটি নেই শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ ছাত্রলীগের
বাসভাড়া বৃদ্ধি: নরসিংদীতে ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ, দুর্ভোগ চরমে

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, উপ- প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য সাইফুল ইসলাম তুহিন, সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, স্বাস্থ সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রান ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ।

এর আগে কাজী নাবিল আহমেদ শহরের ৪ নং ওয়ার্ডে লিচুবাগান মোড়ে জেলা যুবলীগের অর্থ সম্পাদক ফিরোজ আলম, ঘোপ ধানপট্টিতে জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার সোনালী ও আইটি পার্কের সামনে জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠচিত্র সম্পাদক, শহর ছাত্রলীগের বর্তমান যুগ্ম-আহবায়ক রেযোয়ান হোসেন মিথুনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ বিতরণীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

আগষ্ট ২৬,২০২২ at ২১:৩৮ (GMT+06)
দেশদর্পণ/আক/রুআ/এসএম