প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো ৭ টাকা

এখন থেকে প্রতি লিটার বোতলজাত করা সয়াবিন তেল বিক্রি হবে ১৯২ টাকায়।

মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে সাত টাকা করে বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

আরো পড়ুন:
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির পার্টি অফিস ভাংচুর ও ইটপাটেকল নিক্ষেপ
তালায় বাল্যবিবাহের অপরাধে ম্যারেজ রেজিস্ট্রার ও কনের পিতাকে জরিমানা

এর আগে, ডলারের মূল্যবৃদ্ধিতে সম্প্রতি ভোজ্যতেলের দাম সমন্বয়ের প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

মূল্যবৃদ্ধির প্রস্তাব করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) কাছে পাঠানো চিঠিতে লিটার প্রতি ২০ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ২০৫ টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া, খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯১০ টাকা থেকে ৯৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

আগষ্ট ২৬,২০২২ at ১২:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/এসএম