সিটি করপোরেশনগুলোতে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু

সারাদেশে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকাদান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রাথমিকভাবে দেশের ১২টি সিটি করপোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে চলছে টিকাদান।

পরে দেয়া হবে জেলা, উপজেলা ও পৌরসভায়। জন্মনিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে দেয়া হচ্ছে টিকা।

আরো পড়ুন :
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে অনুমতি লাগবে না: হাইকোর্ট
শিশু ঝগড়াকে কেন্দ্র করে বয়ো বৃদ্ধকে হত্যা !

টিকা কার্যক্রমের উদ্বোধনের সময় জাহিদ মালেক বলেছিলেন, আজ ১৫ থেকে ২০টি শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হলো।

২৫ আগস্ট থেকে দেশব্যাপী এ বয়সী শিশুদের করোনার টিকা দেয়া হবে। প্রথমে সিটি করপোরেশনগুলোতে টিকা কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে কার্যকর করা হবে।

আগস্ট ২৫,২০২২ at ১২:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সয় /শই