উপন্যাস ‘আনন্দমঠ’র আদলে সিনেমা, কল্যাণী চরিত্রে ঐশ্বরিয়া

১৮৮২ সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস ‘আনন্দমঠ’। ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উপন্যাসটি। ‘আনন্দমঠ’ এবার। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় নির্মাণ হবে সিনেমা। বাংলা ভাষায়ও ডাবিং হয়ে মুক্তি পাবে।

আরো পড়ুন :
বার্সা-ম্যানসিটির ম্যাচ হাস্যকর ড্র
বিয়েটা শাকিবের সঙ্গে না হলে ভালো হতো: অপু বিশ্বাস

সিনেমার নাম ‘১৭৭০’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির পোস্টার। যেখানে ‘বন্দে মাতারাম’ গানের আবহে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের স্মৃতি তুলে ধরা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য করছেন বিখ্যাত দক্ষিণী সিনেমার লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ এবং লন্ডনের বিভিন্ন জায়গায় শুটিং হবে। প্রভাস বলেন, ‘বঙ্কিমচন্দ্রের উপন্যাস আমি আগে ইংরেজিতে পড়েছি। আনন্দমঠও আমার অনেক দিন আগেই পড়া। তাই সিনেমাটি নিয়ে একটু বেশি আগ্রহী।

আগস্ট ২৫,২০২২ at ১১:২২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই