বার্সা-ম্যানসিটির ম্যাচ হাস্যকর ড্র

অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস নামের মস্তিষ্কের মারাত্মক এক ব্যাধির চিকিৎসার গবেষণার জন্য তহবিল গঠনে আয়োজন করা হয় বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির খেলা।

কিক অফের আগেই জয়ী হয়েছিল মানবতা। আর সেজন্যই হয়তো ফুটবল বিধাতা কোনো দলকেই পরাজয়ের স্বাদ দিতে চাননি। জমজমাট ম্যাচে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

আরো পড়ুন :
পাঁচবিবিতে ভাস্তার মেসি ট্রাক্টরের নিচে পড়ে নিহত ১
রাজধানীতে বাম জোটের ঢিলেঢালা হরতাল, যান চলাচল স্বাভাবিক

জেতেনি কেউ, হারেনি কেউ, কাঁদেনি কেউ, হেসেছে সবে। কোনো দল জয় না পেলেও মানবতার জয় হয়েছে। ১৯৮৮-১৯৯০ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলা বার্সেলোনার সাবেক গোলকিপার ও কোচ জুয়ান কার্লোসের জন্য এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। এ ম্যাচ থেকে আয় করা পুরো অর্থ দেয়া হবে কার্লোসের দুরারোগ্য চিকিৎসার গবেষণার কাজে।

বুধবার রাতে বার্সার ঘরের ক্যাম্প ন্যুতে প্রথমে এগিয়ে যায় সফরকারী দল। ম্যাচের ২১ মিনিটের মাথায় সিটির ‘নিউ বয়’ জুলিয়ান আলভারেজ গোল করে ম্যান সিটিকে ১-০ লিড এনে দেন। তবে সমতায় ফিরতে বার্সার সময় লাগল মাত্র ৮ মিনিট।

ম্যাচের ২৯ মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান পিয়েরে-এমেরিক আউবামিয়াং। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

আগস্ট ২৫,২০২২ at ১১:০১:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই